spot_img

ইসলামে ঈদুল ফিতর উদযাপনের নির্দেশনা

অবশ্যই পরুন

প্রতিটি মুসলমানের বৈধ কাজই ইবাদত। সেটিও শুদ্ধ নিয়ত নিয়ে করতে হয়। ঈদুল ফিতরও এর বাইরে নয়। ঈদ কীভাবে পালন করতে হবে, ঈদের দিন কীভাবে কাটাতে হবে তা নিয়ে রয়েছে ইসলামের সুনির্দিষ্ট কিছু নির্দেশনা।

ঈদুল ফিতরের দিন ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে দৈহিক ও মানসিকভাবে ঈদের নামাজ আদায় করার প্রস্তুতি শুরু করতে হয়। ঈদুল ফিতরের দিন পালনীয় বিষয়গুলো হলো—

এক. সকাল সকাল গোসল করে নেওয়া।

দুই. সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা।

তিন. সুগন্ধি মাখা।

চার. ঈদের নামাজের জন্য বের হওয়ার আগে কিছু খেয়ে নেওয়া।

পাঁচ. ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা।

ছয়. আগে আগে ঈদগাহে যাওয়া।

সাত. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।

আট. ধীর পায়ে ঈদগাহে যাওয়া।

নয়. ঈদগাহে যাওয়ার সময় নিঃশব্দে এই তাকবির পড়া- ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা–ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’ অর্থ: ‘আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ মহান, আল্লাহ মহান আর সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য।

দশ. এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা।

এগার. অপর মুসলমানকে উক্ত বাক্য বলে শুভেচ্ছা জানানো, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ অর্থ: ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের কবুল করুন।’

বার. সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো।

সর্বশেষ সংবাদ

বিএনপি সংস্কারবিরোধী বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল

একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ