spot_img

ঈদের আগেই নতুন দলের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইসি

অবশ্যই পরুন

আসন্ন ঈদের আগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন কমিশন ভবনে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নীতিমালা এবং রাজনৈতিক দল নিবন্ধনসহ পাঁচটি বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সিইসির সভাপতিত্বে নির্বাচন সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

তিনি জানান, একটি রিটের পরিপ্রেক্ষিতে নতুন দল নিবন্ধনের বিষয়ে রুলের আদেশ এখনো ইসির কাছে আসেনি। পেলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। ঈদের আগে রাজনৈতিক দলের নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপিদের নিয়ে কমিটি থাকছে না এবার। নির্বাচন কর্মকর্তারা ভোট কেন্দ্র স্থাপনে থাকছে বলে সিদ্ধান্ত হয়েছে।

এবার স্বচ্ছ, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন করবেন বলেও নিশ্চয়তা দেন সিইসি।

সর্বশেষ সংবাদ

বিশ্বজুড়ে বক্স অফিসে সবচেয়ে আয় করা তারকা স্কারলেট জোহানসন

অ্যাভেঞ্জার্স অ্যান্ড ডাইনোসর—এই কম্বিনেশনই হয়তো যথেষ্ট! ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এর ব্যাপক বক্স অফিস সাফল্যের পর, সিনেমাটির প্রধান অভিনেত্রী স্কারলেট জোহানসন...

এই বিভাগের অন্যান্য সংবাদ