spot_img

হুতিদের অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করতে হবে ইরানকে: ট্রাম্প

অবশ্যই পরুন

হুতিদের অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করতে হবে ইরানকে। বুধবার (১৯ মার্চ) এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে বলেন, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের আগের মতো সামরিক সহায়তা দেয়া হচ্ছে না বলে দাবি করলেও গোপনে হুতিদের সমর ভাণ্ডার সমৃদ্ধ করে চলেছে তেহরান।

ইরানকে দ্রুত এ সহায়তা স্থগিত করার পরামর্শ দেন ট্রাম্প। তা না হলে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার পরিধি বাড়বে বলেও হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে, হুতিদের নিজেদের লড়াই নিজেদেরই চালিয়ে যাওয়ার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে, সোমবার (১৭ মার্চ) ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের যেকোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে হুতিদের লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে পঞ্চাশের অধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতির স্বাস্থ্য বিভাগ।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনের সমর্থন করায় যু্ক্তরাষ্ট্রে তুর্কি শিক্ষার্থী গ্রেপ্তার

ফিলিস্তিনের সমর্থন করায় যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের এক তুর্কি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্ককে গ্রেপ্তার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একইসঙ্গে বাতিল...

এই বিভাগের অন্যান্য সংবাদ