spot_img

পৃথিবীতে ফিরলেন সেই দুই নভোচারী

অবশ্যই পরুন

দীর্ঘ নয় মাসের উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী নভোচারী বুচ উইলমোর। তাদের ফেরাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন যান।

বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, আমেরিকার ফ্লোরিডার উপকূলে নিরাপদে অবতরণ করেছেন এই দুই নভোচারী।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। যদিও তাদের কিছুটা সময় দরকার পৃথিবীর অভিকর্ষজ বলের সঙ্গে খাপ খাইয়ে নিতে। এজন্য তারা আপাতত কোনো সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেননি।

নাসার পক্ষ থেকে এসময় এও বলা হয়, তাদের মেডিকেল চেক-আপের পরই পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুচ। আট দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিলো। কিন্তু যে যানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মহাকাশেই তারা আটকে পড়েন। আট দিনের মহাকাশ সফর ন’মাসে দীর্ঘায়িত হয়।

ন’মাস পর পৃথিবীর বুকে পা রাখলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর।

সর্বশেষ সংবাদ

যেসব আমলে অন্তরে আল্লাহপ্রেম জাগে

বান্দার সৌভাগ্যের মূল ভিত্তি হলো, আল্লাহর ভালোবাসা। যার অন্তরে মহান আল্লাহর ভালোবাসা আছে, তার আত্মা প্রশান্ত হয়। তার অন্তরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ