spot_img

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প একটি সুস্পষ্ট রোডম্যাপে এগিয়ে যাচ্ছেন: মোদি

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আরও প্রস্তুতির মাধ্যমে একটি সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনের শুল্ক আরোপ পরিকল্পনার মধ্যে এ সপ্তাহে এক পডকাস্টে দেয়া সাক্ষাতকারে মোদি এমন মন্তব্য করলেন। খবর রয়টার্স

আগামী এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছে তার মধ্যে ভারতও রয়েছে। এর ফলে ভারতের অটোমোবাইল এবং কৃষিখাত হুমকির মুখে পড়তে পারে।

গত মাসে মোদি ও ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশ তাদের শুল্কবিরোধ নিষ্পন্ন করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার কোটি ডলারে নিতে এ বছরের মধ্যেই একটি চুক্তির প্রথমাংশ নিয়ে কাজ করতে সম্মত হয়েছিল।

মোদি ওই পডকাস্টে বলেন, ‘এবার তাকে (ট্রাম্পকে) আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত মনে হচ্ছে। মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তার এ পডকাস্ট রোববার প্রচারিত হয়।

তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা এ আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী কূটনীতি থেকে শুরু করে ‍কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকী তার ছেলেবেলা নিয়েও কথা বলেছেন। ফ্রিডম্যান এ আলোচনাকে তার জীবনের সবচেয়ে ‘প্রভাব বিস্তারকারী’ আলোচনা হিসেবে অভিহিত করেছেন।

অনুষ্ঠানে মোদি ট্রাম্পের শিষ্টাচার ও নম্রতার ভূয়সী প্রশংসা করেন, দুই নেতার মধ্যকার বন্ধন আরও শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।

ট্রাম্পের প্রশংসা করে মোদি বলেন, তার কাজকর্মেই তার ‘আমেরিকা প্রথম’ নীতি প্রতিফলিত হচ্ছে, যেমনটা আমিও বিশ্বাস করি- দেশই প্রথম। ভারত প্রথম, আমি এর পক্ষে, যে কারণে আমরা একে অপরকে ভালো বুঝি।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শিগগরিই রোডম্যাপ চায় বাংলাদেশ

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি রোডম্যাপ করতে হবে এবং সেটি শিগগিরই শুরুর কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ