ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে এক সেনা ব্রিগেডিয়ারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন জুনিয়র এক অফিসারের স্ত্রী। এ ঘটনায় মেঘালয় পুলিশ একটি মামলা দায়ের করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এছাড়া ভারতীয় সেনাবাহিনীও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
প্রতিবেদন মতে, অভিযোগ করা ওই নারীর স্বামী শিলংয়ে কর্নেল পদমর্যাদার একজন অফিসার। গত সোমবার তিনি একটি অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের একাধিক ঘটনার বিবরণ দিয়েছেন। যার মধ্যে রয়েছে অনুপযুক্ত মন্তব্য, শারীরিকভাবে ভয় দেখানো এবং হুমকি।
সবশেষ এই ঘটনাটি ঘটে গত ৮ মার্চ অফিসার্স মেসে একটি অনুষ্ঠানের সময়। তিনি তার অভিযোগে বলেছেন, ওই ব্রিগেডিয়ার বারবার তার সম্পর্কে অপ্রাসঙ্গিক মন্তব্য করেছেন। তার অনাগ্রহ সত্ত্বেও ওই কর্মকর্তা থামেননি এবং অশালীন ভাষা ব্যবহার করতে থাকেন।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, ব্রিগেডিয়ার তার ওপর শারীরিকভাবেও আক্রমণ করেছিলেন, যার কারণে তার স্বামী সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হন। অভিযুক্ত ব্যক্তি তার প্রতিবেশী বলে উল্লেখ করে ওই নারী নিজের জীবনের হুমকির কথাও উল্লেখ করেছেন।
অভিযোগে, গত বছরের ১৩ এপ্রিলের আরেকটি ঘটনার কথা উল্লেখ করেছেন ওই নারী। বলেছেন, ব্রিগেডিয়ার তার সহকর্মীর আয়োজিত একটি অনুষ্ঠানে তার পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন। এর দুই মাস পর, তার বাড়িতে রাতের খাবারের সময় স্বামীর সামনে সে জোর করে তার হাত ধরেছিল বলেও অভিযোগ।
ওই নারী বলেন, এসব ঘটনা তাকে মানসিকভাবে আঘাত করেছে, যার কারণে তিনি আগে পুলিশের কাছে বিষয়টি তুলে ধরতে পারেননি। পরে তার অভিযোগের ভিত্তিতে, পুলিশ যৌন হয়রানি, নারীর শালীনতা অবমাননা, অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করেছে।