বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় আজ বাংলাদেশ রাজধানী ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, আজ মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৩ ছুঁয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা (PM 2.5) গ্রহণযোগ্য মাত্রার তুলনায় প্রায় ২০ গুণ বেশি পাওয়া গেছে।
বিশেষভাবে, রাজধানীর দুটি এলাকায় বায়ুদূষণের মাত্রা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। ইস্টার্ন হাউজিং এলাকায় একিউআই স্কোর ২৬১ এবং ঢাকার মার্কিন দূতাবাস এলাকার স্কোর ২৪০ ছুঁয়েছে, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। এছাড়া বেজ এজওয়াটার (১৯৩), কল্যাণপুর (১৮৯), বেচারাম দেউরি (১৮৫), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৮৪), এবং গুলশান-২ এর রব ভবন (১৮২) এলাকায়ও বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং। উভয় শহরের বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান ০-৫০ থাকলে তা ‘ভালো’ ধরা হয়, ৫১-১০০ হলে ‘মাঝারি’, ১০১-১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য ক্ষতিকর, ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’, এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।