spot_img

সাইবার হামলার শিকার ইলন মাস্কের এক্স

অবশ্যই পরুন

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই। সোমবার (১০ মার্চ) এক পোস্টে মাস্ক বলেন, “এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে (এখনও চলছে)।”

ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানায়, সোমবার সকাল থেকে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার ব্যবহারকারীরা এক্সে লগইন করতে সমস্যার সম্মুখীন হন। অনেকেই তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি।

যদিও কিছু সময়ের জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করা সম্ভব হয়েছিল, তবে মাস্কের দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি।

এর আগে, গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার সম্প্রচারের সময়ও একই ধরনের সমস্যা হয়েছিল বলে অভিযোগ করেন মাস্ক।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এক্সের অভ্যন্তরীণ পরিচালনা না দেখে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে সমস্যার স্থায়িত্ব দেখে তারা এটি সাইবার হামলা বলে ধারণা করছেন।

সর্বশেষ সংবাদ

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

লম্বা সময় ধরেই টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। একাধিক ক্রিকেটারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও যেন কাজ হচ্ছে না! আজও ক্যারিবিয়ানদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ