spot_img

এবারের আইপিএল বদলে যাচ্ছে নতুন নিয়মে

অবশ্যই পরুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলনে নেমে পড়েছে। এবারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গল্পটা বদলে দিয়েছে আইপিএল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। এসব বিধিনিষেধ মানতে হবে সব ক্রিকেটার ও স্টাফদের। না মানলে শাস্তির মুখোমুখি হতে হবে।

টি-টোয়েন্টির সবচেয়ে আরাধ্য টুর্নামেন্ট দেখতে প্রতি বছর দর্শকরা অপেক্ষায় থাকেন ভারতের এই আসরের। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতোমধ্যে কলকাতা ও চেন্নাইসহ কয়েকটি দল প্রস্তুতি শিবির শুরু করেছে। চ্যাম্পিয়নস ট্রফি শেষে ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা দলে যোগ দেবেন।

আসন্ন আসরে থাকছে নতুন কিছু নিয়মও। যার অনেকগুলোই বোধকরি পছন্দ হবে না ক্রিকেটারদের। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বেশ কড়াকড়িই দিতে চলেছে।

এবারের নতুন নিয়ম কী কী?

কয়েকটি ক্যাটাগরিতে মোটামুটি ১৫টির মতো নিয়ম চালু করছে আইপিএল কর্তৃপক্ষ। এর মধ্যে আছে অনুশীলন নিয়ে কড়াকড়ি বেশি। অনুশীলনের জন্য মাঠের মাঝে দুটি করে নেট পাবে প্রতিটি দল। সাইডের উইকেটে আরও একটি নেট দেওয়া হবে যেখানে শুধু বড় শটের অনুশীলন করা যাবে। অনুশীলনে যাওয়ার সময় প্রত্যেক ক্রিকেটারকে টিম বাসে করেই যেতে হবে। ম্যাচের দিন কোনো অনুশীলন করা যাবে না।

এছাড়া আরও কিছু নতুন নির্দেশনা দেওয়া হয়েছে:

– প্রতিটি দলের জন্য অনুশীলনের সময় মাঠের মাঝে দুটি নেট থাকবে। পাশাপাশি, সাইডের উইকেটে আরও একটি নেট দেওয়া হবে, যেখানে শুধুমাত্র বড় শটের     অনুশীলন   করা যাবে।
– মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতো মাঠে দুটি দল একসঙ্গে অনুশীলন করলে প্রতিটি দলকে দুটি করে নেট দেওয়া হবে, তিনটি নয়।
– কোনো অবস্থাতেই খোলা নেটে অনুশীলন করা যাবে না।
– একটি দল অনুশীলন শেষ করলেও অন্য দল তাদের ব্যবহৃত নেটে অনুশীলন করতে পারবে না।
– ম্যাচের দিন মাঝের উইকেটে কোনো ফিটনেস পরীক্ষা করা যাবে না।
– শুধুমাত্র বোর্ডের দেওয়া পরিচয়পত্রধারীরাই অনুশীলনের সময় ড্রেসিংরুম ও মাঠে প্রবেশ করতে পারবেন।

যাতায়াত ও নিরাপত্তা সংক্রান্ত নিয়ম

– অনুশীলনে যাওয়ার সময় প্রত্যেক ক্রিকেটারকে টিম বাসেই যেতে হবে।
– দল চাইলে দুটি বাস ব্যবহার করতে পারে।
– কোনো দল যদি অতিরিক্ত থ্রো-ডাউন বিশেষজ্ঞ বা নেট বোলার চায়, তাহলে তাদের তালিকা আগে থেকে বোর্ডে জমা দিতে হবে।
– ম্যাচের দিন বোর্ডের দেওয়া পরিচয়পত্র আনতে ভুল করলে প্রথমবার সতর্ক করা হবে, দ্বিতীয়বার জরিমানা করা হবে।
– কমলা ও বেগুনি টুপির নিয়ম

কমলা (অরেঞ্জ) ও বেগুনি (পার্পল) টুপির প্রাপকদের সেই টুপি পরেই খেলতে হবে।

– ম্যাচে যদি কোনো ক্রিকেটার পুরো সময় টুপি পরতে না চান, তাহলে অন্তত প্রথম দুই ওভারে কমলা বা গোলাপি টুপি পরতে হবে।
– প্রথম দুই ওভারের মধ্যেই সম্প্রচারকারী চ্যানেল তাদের দেখাবে।
– জার্সি ও সাপোর্ট স্টাফের নিয়ম

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় হাতকাটা জার্সি পরা যাবে না।

– কোনো ক্রিকেটার হাতকাটা জার্সি পরলে প্রথমবার সতর্ক করা হবে, দ্বিতীয়বার আর্থিক জরিমানা করা হবে।
– ম্যাচ চলাকালীন কোনো দলে ১২ জনের বেশি সাপোর্ট স্টাফ থাকতে পারবেন না।
– ১২ জনের মধ্যে একজন চিকিৎসক রাখা যেতে পারে।
– যদি কেউ নিজের জার্সি নম্বর পরিবর্তন করতে চান, তাহলে ম্যাচের ২৪ ঘণ্টা আগে বোর্ডকে জানাতে হবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭ কোটি ডলার সহায়তার ঘোষণা কানাডার

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুন করে ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে কানাডা। রোববার (৯ মার্চ) দেশটির আন্তর্জাতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ