spot_img

অভিনেত্রীকে ওড়না ও বোরকা পরার পরামর্শ দিলেন সানা খান

অবশ্যই পরুন

বলিউড অভিনেত্রী সানা খান সদিচ্ছায় অভিনয় জগত থেকে সরে গিয়েছিলেন এবং ধর্মের পথে চলতে শুরু করেন। নিজের ক্যারিয়ারে ‘বিল্লো রানি’সহ অনেক আইটেম গানে জনপ্রিয়তা অর্জন করা সানা, বিতর্কিত শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছিলেন। তবে এক মাওলানাকে বিয়ে করে পুরোপুরি সংসারী হয়ে ওঠেন, আর বর্তমানে দুই সন্তানের মা।

সম্প্রতি, সানা খান ও অভিনেত্রী সম্ভাবনা শেঠের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে সানা সম্ভাবনাকে বোরকা পরার পরামর্শ দেন এবং ওড়না ব্যবহারের জন্যও আহ্বান জানান।

ভিডিওটি সাজঘরের ছিল, যেখানে সম্ভাবনা রূপটানে ব্যস্ত ছিলেন। তার পরনে ছিল কুর্তি ও লেগিংস, কিন্তু সানা খোঁজ পান যে বান্ধবীর গায়ে ওড়না নেই। তখনই তিনি তাকে বলেন, একটা ভালো সালোয়ার কামিজ পরো, গায়ে ওড়না দিয়ে। পারলে একটা বোরকা আনো।

সম্ভাবনা সানার মন্তব্যের জবাবে জানান, আমার ওজন প্রায় ১৫ কেজি বেড়েছে, তাই কিছুই গায়ে ঠিক মতো ধরছে না। আর আমি ওজন কমানোর চেষ্টা করছি না। মানুষ আমাদের পোশাক নিয়ে কথা বলে, কিন্তু কী পরছি সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়।

ভিডিওটি নেটদুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সেখানে অনেকেই সানার পরামর্শের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ পোশাককে ব্যক্তিগত স্বাধীনতা বলে মন্তব্য করেছেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি। বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের...

এই বিভাগের অন্যান্য সংবাদ