spot_img

নিজের অতীত নিয়ে মুখ খুললেন প্রভা!

অবশ্যই পরুন

অন্যান্য তারকার মতো ক্যারিয়ারের শুরুর দিকে খুব একটা বেগ পোহাতে হয়নি ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। শুরুর পথটা বেশ মসৃন পেয়েছিলেন অভিনেত্রী। নিজের মুখেই সম্প্রতি এক গণমাধ্যমে জানালেন অতীতের গল্প।

প্রভা জানান, ক্যারিয়ারের শুরুরা অনেকটা আশির্বাদের মতোই কেটেছে তার। এইচএসসি পরীক্ষা দেয়ার সময় পর্দায় আসেন তিনি। অল্পতেই তারকাখ্যাতি পাওয়া প্রসঙ্গে প্রভা বলেন, ‘তখন এতোবেশি রিয়েলাইজ করিনি। কিন্তু এখন করি। আমি একচুয়েলি ব্লেসড।

ইন্ডাস্ট্রিতে আমার যেভাবে এন্ট্রি, এটা আসলে মুভির গল্পের মতো লাগে। এরকমই দেখায় যে একটা মেয়ে ইন্ডাস্ট্রিতে আসলো, একটা টিভিসি করল, তারপর সবাই চিনে গেল স্টার হয়ে গেল! আমার আসলে জার্নিটা এরকমই একটা জার্নি।’

নিজেকে বিলবোর্ডে দেখতে পছন্দ করেন জানিয়ে প্রভা বলেন, ‘মনে আছে যখন অনেক বড় বড় বিলবোর্ডগুলো থাকতো যেহেতু আমি একটা বিউটি সোপের মডেল ছিলাম। তখন আসলে আমার প্রচুর বিলবোর্ড বিভিন্ন জায়গায় থাকতো, আমার কাছে ভালই লাগতো। খুব এনজয় করতাম। ইউনিভার্সিটিতে যখন- আমার বাসা ছিল মোহাম্মদপুরে, উত্তরা টু মোহাম্মদপুর জার্নিটায় বেশ বড় বড় বিলবোর্ড থাকতো আমার। মজা লাগতো দেখতে।’

এদিকে বর্তমানে অভিনয়ে তিনি অনিয়মিত। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন। ফের অভিনয়ে মনোযোগী হবেন বলেও জানান। তবে কাজের বাইরে, নতুন করে পুরোনো প্রেম বিষয়ে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকেই একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। এরপর নিজের ছক কষা গণ্ডিতেই থাকেন সবসময়। তবুও তার প্রেম নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায়। সেই গুঞ্জনে এসেছে একাধিক অভিনেতার নাম। এরমধ্যে একজন অভিনেতা মনোজ প্রামানিক। তবে তখন সেটা স্পষ্টভাবে অস্বীকার করেন প্রভা। বিষয়টি সম্প্রতি আবারও আলোচনায় এসেছে।

এ নিয়ে কথাও বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। মিডিয়াতে এটা প্রচলিত ছিল যে, আমাদের প্রেম আছে। এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি, বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল।’

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

গত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ে সেই হারের বদলা নেওয়ার সুযোগ হলো রোহিত শর্মাদের।...

এই বিভাগের অন্যান্য সংবাদ