spot_img

চট্টগ্রামে ‘ডাকাত’ সন্দেহে গণপিটুনিতে নিহত ২

অবশ্যই পরুন

চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের চনখোলা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অটোরিকশা নিয়ে অস্ত্রধারী কয়েকজন ওই গ্রামে যান, এ সময় ডাকাত পড়েছে সন্দেহে মসজিদের মাইকে ঘোষনা দিলে, গ্রামবাসী তাদেরকে ঘিরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলেই নেজাম উদ্দিন ও সালেহ নামে দুজনের মৃত্যু হয়।

আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেলে এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন গুলি করতে করতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৬টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

মাইকে ডাকাতের গুজব ছড়িয়ে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতদের স্বজনদের। এর জন্য এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিককে দোষারোপ করছেন তারা। অপরদিকে, আহত ও তাদের স্বজনদের দাবি ডাকাত দলের গুলিতে তারা আহত হয়েছেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশ ও সাতকানিয়া থানা পুলিশ। প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে বলে জানান এসপি।

সর্বশেষ সংবাদ

মিরপুরে মাঠ পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

রাজনৈতিক কারণে ২০২৪ সালে ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়েছিল বাংলাদেশ দলের। এর মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ড ‘এ’...

এই বিভাগের অন্যান্য সংবাদ