spot_img

এক দেশ থেকে আরেক দেশে ছুটতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে

অবশ্যই পরুন

দক্ষিণ আফ্রিকার জন্য এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি যেন এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়ানোর প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। ১ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে তারা দুবাই গিয়েছিল, কিন্তু একদিন পরই আবার পাকিস্তানের লাহোরে ফেরার প্রস্তুতি নিতে হচ্ছে। ভারতের আপত্তির কারণে আয়োজিত হাইব্রিড মডেলের টুর্নামেন্টের কারণে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে দলটিকে।

রোববার (২ মার্চ) ভারতের জয়ের পর নিশ্চিত হয়েছে যে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি হবে লাহোরে, তাই এবার ব্যাগ গুছিয়ে তাদের উড়াল দিতে হচ্ছে আল্লামা ইকবাল বিমানবন্দরের দিকে। একইসঙ্গে নিউজিল্যান্ডকেও যেতে হচ্ছে লাহোরে। আইসিসির নিয়মের কারণে দক্ষিণ আফ্রিকাকে একদিন দুবাইতে অপেক্ষা করতে হয়েছে।

ভারতের আপত্তির ফলে এবারের চ্যাম্পিয়নস ট্রফির সূচিতে এসেছে জটিলতা। মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ফলে ‘এ’ গ্রুপের দলগুলোকে পাকিস্তান এবং দুবাইয়ে ভিন্ন কন্ডিশনে ম্যাচ খেলতে হয়েছে। একই অবস্থা হয়েছে গ্রুপ ‘বি’র সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও। আইসিসি চাইছিল, ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে প্রতিপক্ষ যেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পায়, তাই তাদের দুবাই পাঠানো হয়।

অস্ট্রেলিয়া অবশ্য দুবাইয়েই থেকে গেছে, কারণ আগামীকাল তারা ভারতের বিপক্ষে সেমিফাইনালে নামবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল ৫ তারিখ লাহোরে অনুষ্ঠিত হবে।

যদি ভারত ফাইনালে উঠে, তাহলে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিজয়ী দলকে আবার দুবাই ফিরতে হবে, কারণ ফাইনাল হবে ৯ তারিখ সেখানে। কিন্তু ভারত হারলে, অস্ট্রেলিয়াকে যেতে হবে পাকিস্তানে, কারণ তখন ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এর আগেও, পাকিস্তান ও বাংলাদেশকে এমন জটিলতার মধ্যে পড়তে হয়েছে। পাকিস্তান ১৯ তারিখের ম্যাচ খেলে ২৩ তারিখ ভারতের বিপক্ষে দুবাইতে খেলতে গিয়েছিল। আর বাংলাদেশ ২০ তারিখের ম্যাচের পর রাওয়ালপিন্ডিতে উড়ে গিয়ে ২৪ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিল। এভাবে বারবার ভ্রমণের ধকল টুর্নামেন্টের দলগুলোর জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

রাজধানীর পূর্বাচলে নির্মানাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট...

এই বিভাগের অন্যান্য সংবাদ