বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি চুক্তি সম্পাদনের জন্য সোমবার (৩ মার্চ) কলকাতায় যাচ্ছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। পাঁচ দিনের সফরে তারা কলকাতায় পানি চুক্তি সংক্রান্ত বৈঠক করা ছাড়াও ফারাক্কা বাঁধ পরিদর্শন করবেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন।
সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে প্রতিনিধি দলটি কলকাতায় পৌঁছানোর পরই ফারাক্কা বাঁধ পরিদর্শনে যাবে। ৪ মার্চ তারা ফারাক্কায় জল প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান সরজমিনে খতিয়ে দেখবেন তারা। ৬ ও ৭ মার্চ কলকাতায় একটি পাঁচতারকা হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হবে।
ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র কমিশনার আরআর সাম্ভারিয়া পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে লেখা চিঠিতে বলেছেন, বাংলাদেশের প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে।
ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে কার্যকর পানি চুক্তিটি ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির তিরিশ বছরের মেয়াদ আগামী বছর শেষ হবে। চুক্তি সম্পাদনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত বছর পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ভারত সফরে এসে গঙ্গা জল চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলেন।
এখন অন্তর্বর্তী সরকার কী অবস্থান নেয় তা নিয়ে কৌতূহল আছে। বাংলাদেশ সরকারের একাধিক সূত্র বলছে, ঢাকা এবার বাড়তি পানি দাবি করবে। সেই দাবি ভারত মানবে কিনা নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানের ওপর। রাজ্য সরকারের বক্তব্য, অতিরিক্ত দেয়ার মতো বাড়তি পানি গঙ্গায় নেই। ফলে গঙ্গার পানি চুক্তি নিয়ে তিস্তার মতো বিবাদের সূত্রপাত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।