spot_img

ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রবেশের অনুমতি পায়নি এপি-রয়টার্স

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বার্তা সংস্থা এপি, রয়টার্স, হাফ পোস্ট ও জার্মান সংবাদপত্র ডের টাগেসস্পিগেলের প্রতিবেদকদের প্রবেশের অনুমতি দেয়নি হোয়াইট হাউস। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই বৈঠকে ছিলো এবিসি টিভির সাংবাদিকরা। এছাড়াও অ্যাক্সিওস, দ্য ব্লেজ, ব্লুমবার্গ নিউজ ও এনপিআরের সংবাদদাতারা বৈঠক কভার করতে উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিলেন কোন কোন গণমাধ্যম ওভাল অফিস থেকে প্রেসিডেন্টকে কাভার করতে পারবে, তা হোয়াইট হাউস নির্ধারণ করবে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রচলিত গণমাধ্যম সংস্থাগুলো এখনো প্রতিদিনের ভিত্তিতে ট্রাম্পকে কাভার করার অনুমতি পাবে, তবে প্রশাসন ছোট জায়গাগুলোর জন্য অংশগ্রহণকারী গণমাধ্যমগুলোর তালিকা পরিবর্তন করার পরিকল্পনা করছে।

সর্বশেষ সংবাদ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ