spot_img

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা পরিষদে জায়গা করে নেন মাহফুজ আলম। কার্যত, দপ্তরবিহীন উপদেষ্টা ছিলেন তিনি। তবে নাহিদ ইসলাম পদত্যাগ করায় তার রেখে যাওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মাহফুজ আলমকে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার তথ্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। সাধারণত উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে সেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনিই উপদেষ্টাদের দপ্তর বণ্টন করেন। মন্ত্রণালয় পুনর্বণ্টন করে মাহফুজকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম। ওই সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। এর আগে, অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

সর্বশেষ সংবাদ

শাহরুখ-কাজলের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন, স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে তার বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। একসঙ্গে বহু সুপারহিট...

এই বিভাগের অন্যান্য সংবাদ