২৫ মার্চ ভারতে স্বাগতিকদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ছবি তোলা এবং বায়োমেট্রিকের জন্য রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যায় বাংলাদেশ ফুটবল দল।
ফুটবলারদের পাশাপাশি টিম অফিসিয়াল এবং কোচিং স্টাফের সদস্যরাও যান ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে। সম্প্রতি ভারত সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলও ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিল।
২৮ ফেব্রুয়ারি ঢাকায় হবে বাংলাদেশ দলের ক্যাম্প। ৫-১৭ মার্চ সৌদি আরবে হবে অনুশীলন। ২০ মার্চ হামজা চৌধুরীসহ ঢাকা থেকে শিলং যাওয়ার পরিকল্পনা বাংলাদেশ দলের। ফেডারেশন সূত্রে জানা গেছে, দল যেহেতু সৌদি আরব চলে যাবে, তাই আগেভাগে সবার ভারতীয় ভিসার আবেদন করে রাখা হচ্ছে।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। শিগগির দল নেমে আসতে পারে ২৮ জনে।
ভারত ম্যাচ সামনে রেখে সম্প্রতি বসুন্ধরা কিংসের নুরুজ্জামান নয়নকে গোলরক্ষক কোচ এবং আবু সুফিয়ানকে ফিজিও নিয়োগ দেয়া হয়েছে। সহকারী কোচ হিসেবে আগে থেকেই আছেন হাসান আল মামুন। জাতীয় দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন ব্রাদার্স ইউনিয়ন কর্মকর্তা আমের খান। সবাই ২৮ ফেব্রুয়ারি থেকে দলের সঙ্গী হবেন।