spot_img

সৌদি আরব-আমিরাতে প্রবাসীদের জন্য ইলিশ পাঠাবে সরকার

অবশ্যই পরুন

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ইলিশ মৌসুমে ১১ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হবে বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, রেমিট্যান্স নিয়ে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে সীমিত পর্যায়ে এ ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ ই জুন পর্যন্ত মোট ৫৮ দিন ইলিশ আহরন ও বিক্রি বন্ধ থাকবে। এছাড়া, প্রথমবারের মতো ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত হাওরে মোট ২০ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

এসময় তিনি রমজানে বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম নিয়েও কথা বলেন। ফরিদা আখতার বলেন, ১ লা রমজান থেকে ২৮ শে রমজান পর্যন্ত ঢাকায় ব্রয়লার মুরগী, ডিম, দুধ এবং গরুর মাংস সুলভ মুল্যে বিক্রি হবে।

তিনি বলেন, রোজার সময় ঢাকার ২৫ স্থানে ন্যায্য দামে মাছ, মাংস, ডিম ও দুধ বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এছাড়া সারাদেশের জেলা, উপজেলা পর্যায়েও সুলভ মূল্যে ব্রয়লার মুরগী, ডিম, দুধ এবং গরুর মাংস বিক্রি করা হবে।

ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, দুখ পাস্তুরিত প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে বলেও এসময় জানান উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে মার্কিন দূত স্টেফানিককে দেয়া মনোনয়ন প্রত্যাহার করলেন ট্রাম্প

জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিযুক্ত করতে এলিস স্টেফানিককে দেয়া মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ