spot_img

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১১ জনের মধ্যে এক নারীর মৃত্যু

অবশ্যই পরুন

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে দগ্ধদের মধ্যে এক নারী মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

তিনি জানান, শিউলির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তিনি আরও বলেন, বর্তমানে বেঁচে থাকা ১০ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে চারজনকে এইচডিইউতে, একজনকে আইসিইউতে, একজনকে সাধারণ ওয়ার্ডে এবং চারজনকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়া শারমিন আক্তার (৩৫) কে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে।

গত শুক্রবার রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় একটি বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে তিন শিশুসহ ১১ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৫), সূর্য বানু (৫০), সোহেল মিয়া (৩৮), সুমন মিয়া (৩২), শিউলি আক্তার (৩২), শারমিন আক্তার (৩৫), শামিম (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) এবং সুমাইয়া (৩) নামের শিশুরা অন্তর্ভুক্ত রয়েছেন।

দগ্ধদের সেদিন গভীর রাতে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে আনা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের গভীর রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ২০১৯ সালে সাময়িকভাবে তাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ