spot_img

প্রেমের সম্পর্কে জড়ানো দোষের কিছু না : প্রভা

অবশ্যই পরুন

অভিনয় নৈপুণ্য ও রূপের জাদুতে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চিত হয়েছেন কিছু সময় ধরে।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এসব বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা হয় এই অভিনেত্রীর। আলাপচারিতার শুরুতে জানান, ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। প্রভা বলেন, “আমার মনে আছে, সর্বশেষ ভ্যালেন্টাইন ডেতে আমরা ফাল্গুন পালন করেছিলাম সন্ধ্যা পর্যন্ত। তারপর ভাই-বোনকে নিয়ে ডিনার করেছিলাম। তবে এবার এরকম কোনো প্ল্যান নেই।”

ভালোবাসা দিবসের স্মৃতিবহুল ঘটনা বর্ণনা করেছেন প্রভা। এ নিয়ে কথা বলতে গিয়ে ফিরে যান ৪ বছর আগে। এ অভিনেত্রী বলেন, “২০২১ সালে যে আমার প্রেমে ছিলেন উনি রোজ ডেতে অনেকগুলো ফুল দিয়েছিলেন, টেডি ডেতে টেডি, প্রমিজ ডেতে প্রমিজ নোটস, ভ্যালেন্টাইনের সাতটি দিনই সেলিব্রেট করেছিলেন। একটু ক্রেজ ছিল আবার একটু সুইটও।”

প্রেমের সম্পর্কে জড়ানো দোষের কিছু না বলে মনে করেন প্রভা। তার ভাষায়, “প্রেম দোষের কিছু না। চলার পথে কাউকে ভালো লাগতে পারে। মনে হতে পারে এর সঙ্গে চলা যেতে পারে। আবার দুইটা মানুষের সম্পর্ক একটা সময় নাও থাকতে পারে। এটা অন্যয় কিছু না। দোষটা তখনই হয় যখন একটা মানুষের সঙ্গে কমিটেড থেকে অন্য একটা মানুষকে ভালোবাসে।”

কাউকে ভালোবাসলে সেরাটা দিয়েই ভালোবাসেন প্রভা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি জানি এটা হবে না; এরকম একজন মানুষকে নিয়ে কোনোদিন চিন্তাও করি না। কিন্তু এরকম একটা মানুষকেও আমাদের ভালো লেগে যায়! একটা সময় ভালোওবেসে ফেলি। এই স্পার্ক সবার জন্য সমান হয় না। আমি যখন দেখি আমার জন্য ওর আগ্রহ আছে, তখন চিন্তা করি ভালোবাসা যায় কি না। আমি যখন ভালোবাসি তখন আমার সেরা এফোর্টটাই দিই।”

ব্যক্তিগত জীবনে প্রভা কি একা নাকি সম্পর্কে রয়েছেন? এ প্রশ্ন তার অসংখ্য ভক্ত-অনুরাগীর। প্রিয় মানুষদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে প্রভা বলেন, “আপাতত কোনো প্রেম করছি না। কখন হয়ে যায় এটা কেউ জানে না। যদিও একটা বয়সে নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। আমরা এতটা ক্যালকুলেটিভ না। আমার দুর্বলতা আমাকে কেউ ভালোবাসলে, আমার মাথায় কেউ হাত রাখলে, আমার জন্য কেউ কখনো কিছু করলে আমি ভুলতে পারি না।”

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ২০১৯ সালে সাময়িকভাবে তাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ