spot_img

খালেদা জিয়ার নামে নাইকো দুর্নীতি মামলার রায় ১৯ ফেব্রুয়ারি

অবশ্যই পরুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ও শুনানি শেষ হয়েছে। মামলার রায় আগামী ১৯ ফেব্রুয়ারি ঘোষণার দিন ঠিক করেছে আদালত।

আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম।

খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষ হয়েছে এবং মামলায় খালেদা জিয়াকে খালাস দেওয়ার আবেদন করা হয়েছে।

তিনি আরো জানান, মামলায় মোট ৬৮ জনের মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

এ মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করা হয়। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করার মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থনৈতিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, খালেদা জিয়া ও অন্যান্য আসামিরা ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

সর্বশেষ সংবাদ

ইউরোপের দিন শেষ: মেদভেদেভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে কথোপকথন নিয়ে ইউরোপ ঈর্ষান্বিত ও রাগান্বিত বলে মন্তব্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ