spot_img

চিরঞ্জীবীর লিঙ্গবিদ্বেষী মন্তব্যে বিতর্কের ঝড়

অবশ্যই পরুন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির ‘মেগাস্টার’ চিরঞ্জীবী তার সম্প্রতি করা মন্তব্যের জন্য ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন। অভিনেতার বক্তব্যে প্রকাশ পায় তার লিঙ্গবৈষম্য মনোভাব, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

চিরঞ্জীবী সম্প্রতি জনপ্রিয় অভিনেতা ব্রহ্মানন্দমের ‘ব্রহ্মা আনন্দম’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার দর্শকের সামনে তিনি বলেন, নিজের বাড়িতে চারজন নাতনির উপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং দাবি করেন, “আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখতে এবার একটা ছেলে চাই। তবে আমি ভয়ে ছিলাম, মেয়েই হবে। যদিও নাতনি আমাদের চোখের মণি।”

তিনি আরও বলেন, “বাড়িতে এত মেয়ে, চারপাশে শুধুই নাতনি। বাড়ি ফিরলে মনে হয় লেডিস হোস্টেলে আছি। তাই রাম চরণকে বলেছিলাম, পারিবারিক পরম্পরা বজায় রাখতে একটা ছেলে চাই।”

চিরঞ্জীবীর এই মন্তব্যের পর নেটপাড়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। অনেক মহিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া ভাষায় তার মানসিকতার সমালোচনা করেছেন। একজন মন্তব্য করেছেন, “আমার নিজের কন্যাসন্তান রয়েছে। তবুও সমাজের অনেক মানুষ চায় যে আমি একটি পুত্রসন্তান জন্ম দিই। এই ধরনের চিন্তা-ভাবনা কখনও গ্রহণযোগ্য হতে পারে না।”

এছাড়া, রাম চরণের কন্যা ক্লিন কারা কোনিডেলা নামকরণ বিষয়ে চিরঞ্জীবীও ভূমিকা রেখেছিলেন, তবে তিনি জানান, তার পুত্র রাম চরণকে তিনি জানিয়েছিলেন, “এবার বাড়িতে একটা ছেলে চাই।” যদিও এই মন্তব্যের পর রাম চরণ ও তার স্ত্রী কন্যাসন্তান ক্লিন কারার নাম রেখেছিলেন ‘ললিতা সহস্রনাম’ থেকে, যা আধ্যাত্মিক ভাবনা উদ্রেক করে।

চিরঞ্জীবীর বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে এবং অনেকে তার লিঙ্গবৈষম্যমূলক চিন্তাধারাকে তীব্রভাবে নিন্দা করেছেন।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ