spot_img

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের বিজয় অবশ্যম্ভাবী : পেজেশকিয়ান

অবশ্যই পরুন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শত্রুদের বিরুদ্ধে চূড়ান্তভাবে বিজয়ী হবে প্রতিরোধ ফ্রন্ট। তিনি গতকাল (শনিবার) তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শূরা কাউন্সিলের সদস্যদের সাথে এক বৈঠকে এ প্রত্যয় জানান।

হামাসের শূরা কাউন্সিলের সদস্যরা শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সাথে সাক্ষাতের পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে দেখা করতে যান। শূরা কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মাদ ইসমাইল দারউয়িশের নেতৃত্বাধীন হামাসের প্রতিনিধিদলটিতে খলিল আল-হাইয়্যাসহ সংগঠনটির পলিটব্যুরোর নেতারা উপস্থিত ছিলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ প্রতিরোধ ফ্রন্টের পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত জনগোষ্ঠীকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। তিনি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনঃনির্মাণে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পেজেশকিয়ান বলেন, নিঃসন্দেহে মুসলিম দেশগুলো পরস্পরকে সহযোগিতার মাধ্যমে গাজা পুনঃনির্মাণ করে দিতে পারবে। যাতে ওই উপত্যকার মুসলিম জনগোষ্ঠী তাদের দ্রুততম সময়ের মধ্যে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

ইরানের প্রেসিডেন্ট বিগত প্রায় ১৬ মাসের যুদ্ধে নিহত প্রতিরোধ ফ্রন্টের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ইসরাইল গাজায় ব্যাপকহারে গণহত্যা চালিয়েও তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে না পারায় তিনি হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট এবং গাজাবাসীকে অভিনন্দন জানান।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

জুলাই-আগস্টে ৮৪৮ নেতাকর্মী নিহত, হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ

জুলাই-আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ