spot_img

বিতর্কিত পেনাল্টিতে রিয়ালের সঙ্গে ড্র অ্যাতলেটিকোর

অবশ্যই পরুন

লা লিগায় মাদ্রিদ ডার্বির আলোচনায় ফের রেফারিং। প্রথমার্ধে রেফারি বিতর্কিত এক পেনাল্টি উপহার দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধে অবশ্য মরিয়া হয়ে খেলে সেই গোল শোধ দিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত দুই দল ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ।

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদ ডার্বিতে প্রথমবারের মতো গোল পেয়ে সমতায় ফেরান দলকে।

এদিকে চোটে নাকাল রিয়াল মাদ্রিদ এদিন রক্ষণভাগ সাজিয়েছে নিজেদের প্রধান চার ডিফেন্ডারকে ছাড়াই। তবে ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল রিয়াল। অ্যাতলেটিকো তাদের খুব বেশি পরীক্ষা নিতে পারেনি। স্বাগতিক রিয়ালও অবশ্য প্রথমার্ধে প্রতিপক্ষের গোলে একটি শটও রাখতে পারেনি। গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে রিয়াল মরিয়া হয়ে ওঠে। সব মিলিয়ে ২৩টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে তারা। অ্যাতলেটিকো শুধু গোলের শটটাই লক্ষ্যে রাখে।

ম্যাচের ৩১ মিনিটে ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাটি। রিয়ালের ডি-বক্সের বাঁ দিক থেকে আসা ক্রসে নিয়ন্ত্রণ নিতে পা বাড়িয়েছিলেন সামুয়েল লিনো, একই সময়ে পা বাড়ান রিয়ালের চুয়ামনিও। তার পা গিয়ে পড়ে লিনোর পায়ের ওপর। কিন্তু তার আগেই বল দুজনের মাঝ দিয়ে বেরিয়ে যায়।

রেফারি খানিকটা সময় নিয়ে সবাইকে অবাক করে দিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আলভারেজ পানেনকা শটে দারুণ এক গোল করেন।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য রিয়াল মরিয়া হয়ে খেলতে থাকে। যার ফলও পায় দ্রুতই। ৫০ মিনিটে রদ্রিগো বল বাড়ালে ছয় গজের বক্সের মুখে বল পান বেলিংহ্যাম। কিন্তু ইংলিশ মিডফিল্ডারের নেয়া শট রক্ষণদেয়ালে প্রতিহত হয়। ফিরতি বল ডান পায়ের ভলিতে জালে পাঠান এমবাপ্পে।

এর দুই মিনিট পর ভিনিসিউসের ক্রসে হেড নিয়েছিলেন বেলিংহ্যাম, কিন্তু তা পোস্টে লেগে প্রতিহত হয়। ৬০ মিনিটে গিলিয়ানো সিমিওনে সুযোগ নষ্ট করেন।

রিয়াল একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৭১ মিনিটে রদিগোর জোরাল শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৪ মিনিটে রদ্রিগোর ফ্রি-কিক জালে জড়িয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে ঠেকান অ্যাতলেটিকোর গোলরক্ষক ওবলাক।

এই ড্রয়ে ২৩ ম্যাচে ১৫ জয় এবং ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচে ১৪ জয় এবং ৭ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ।

সর্বশেষ সংবাদ

ইউরোপের দিন শেষ: মেদভেদেভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে কথোপকথন নিয়ে ইউরোপ ঈর্ষান্বিত ও রাগান্বিত বলে মন্তব্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ