যুক্তরাষ্ট্রের আলাস্কায় ১০ জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবর সিএনএনের।
আলাস্কার রাজ্য পুলিশ জানিয়েছে, বেরিং এয়ারলাইন্সের উড়োজাহাজটি উনালাক্লিট থেকে নোমের দিকে যাচ্ছিল। এতে ৯ জন যাত্রী ও একজন পাইলট ছিলেন বলে এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট ফেসবুকে জানিয়েছে, তারা নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থল তল্লাশি চালাচ্ছে। কিন্তু বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে আকাশপথে তল্লাশি চলছে সীমিত আকারে।
মার্কিন কোস্টগার্ড ও মার্কিন বিমান বাহিনী সহায়তার জন্য এগিয়ে এসেছে এবং নিখোঁজ উড়োজাহাজটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে দমকল বিভাগ। তারা বলছে, ‘উড়োজাহাজটির সঠিক অবস্থান এখনো জানা যায়নি। সেটি শনাক্ত না হওয়া পর্যন্ত আমরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছি।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুটি বিমান দুর্ঘটনা ঘটেছে। দুটি ঘটনা নিয়েই তদন্ত করছেন মার্কিন উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা। এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসির কাছে; মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন মারা যান। অপর দুর্ঘটনাটি ঘটে ফিলাডেলফিয়ায়, একটি মেডেভ্যাক জেট বিধ্বস্ত হয়ে সেই যাত্রায় সাতজন নিহত হন।