spot_img

পরপর ১৩ ভূমিকম্পে কাঁপল গ্রিস

অবশ্যই পরুন

গ্রিসের সান্টোরিনি দ্বীপে সম্প্রতি একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। এর ফলস্বরূপ, বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার থেকে রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত এজিয়ান সাগরের তীরে সান্টোরিনিতে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৬।

এথেন্স বিশ্ববিদ্যালয়ের জিওফিজিক্স বিভাগের তথ্য অনুযায়ী, রোববার সান্টোরিনিতে পরপর দুটি ভূমিকম্প (৪.১ ও ৪.৫ মাত্রার) অনুভূত হয়। এর আগে কয়েক ঘণ্টার মধ্যে আরও ১১টি ভূমিকম্প আঘাত হেনেছিল। এই পরিস্থিতির প্রেক্ষিতে কর্তৃপক্ষ সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নাগরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস এই সিদ্ধান্ত নিয়েছেন।

সান্টোরিনি ও এর আশেপাশের ছোট ছোট দ্বীপগুলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য পরিচিত। তবে, এথেন্স নিউজ এজেন্সি জানায়, ভূমিকম্পগুলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে নয়, বরং টেকটোনিক প্লেটের সঞ্চালনের ফলস্বরূপ ঘটেছে।

এছাড়া, কর্তৃপক্ষ জনসাধারণকে ওই অঞ্চলে বড় ধরনের সমাবেশ এড়ানোর এবং জনবহুল এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। সান্টোরিনি দ্বীপটি বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানকার জনসংখ্যা মাত্র ১৫ হাজার ৫০০, তবে ২০২৩ সালে এখানে প্রায় ৩৪ লাখ পর্যটক ভ্রমণ করেছিলেন। বিশেষজ্ঞরা এই বিপুল সংখ্যক পর্যটককে ‘অতি পর্যটন’ হিসেবে চিহ্নিত করে উদ্বেগ প্রকাশ করেছেন।

সর্বশেষ সংবাদ

মুসলিম দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ

মুসলিম প্রধান দেশ কিরগিজস্তান এবার নিরাপত্তার স্বার্থে নিকাব পরিধান নিষিদ্ধ করেছে। এই আইন চলতি মাসের শুরু থেকে কার্যকর হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ