spot_img

ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

অবশ্যই পরুন

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি ইজতেমা ময়দানে জমায়েত হচ্ছেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই মুসল্লিদের ঢল নামে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের স্রোত আরও বাড়তে থাকে। যানবাহনের সংকট থাকায় অনেকে দীর্ঘ পথ হেঁটে ময়দানের উদ্দেশে রওনা দেন।

গাজীপুরের জৈনা বাজার থেকে আসা মুসল্লি নয়ন মিয়া জানান, তিনি ভোর ৪টায় বাসা থেকে বের হলেও দীর্ঘ অপেক্ষার পরও কোনো যানবাহন পাননি। অন্যদিকে, কাপাসিয়া থেকে আসা আমিনুল ইসলাম ভোগড়া বাইপাস পর্যন্ত পিকআপে এলেও যানবাহন না পেয়ে হাঁটতে শুরু করেন।

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে ভিড় করছেন। তাদের অনেকেই দীর্ঘ পথ হেঁটে ইজতেমা ময়দানে পৌঁছানোর চেষ্টা করছেন।

সর্বশেষ সংবাদ

আমাদের এই সিস্টেমটা বদলাতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিশ্বাস করি, আমাদের কাঠামোটা সংস্কার করা দরকার। কাঠামোটা বদলাতে হবে। গুরুত্বের...

এই বিভাগের অন্যান্য সংবাদ