spot_img

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে দুই বাংলাদেশিকে হত্যা

অবশ্যই পরুন

ফরিদপুরের ভাঙ্গার দুই যুবককে ইতালি নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লিবিয়ায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে দালালচক্র। নিহতরা হলেন হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫)।

শুক্রবার (৩১ জানুয়ারি) নিহতদের পরিবারের হোয়াটসঅ্যাপে মরদেহের ছবি পাঠায় দালালচক্র। স্বজনদের আহাজারিতে এলাকার মানুষ ভিড় জমিয়েছেন, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছেন না কেউ।

নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার জানান, স্থানীয় চারজন দালালের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠান। প্রথমে দুবাই, এরপর সৌদি আরব হয়ে লিবিয়া নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পরই তাকে হত্যা করা হয়।

হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, “কয়েকদিন ধরে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। হঠাৎ আজ তার মরদেহের ছবি পাঠায় দালালরা। ১৬ লাখ টাকা দেওয়ার পরও আরও টাকা চাওয়া হয়েছিল। টাকা না দেওয়ায় ভাইকে হত্যা করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দা ফয়সাল হোসেন বলেন, দালালচক্র বিদেশে লোক পাঠানোর নামে মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে। টাকা না দিলে অত্যাচার চালানো হয় বা মেরে ফেলা হয়। এই চক্র কোটি কোটি টাকার মালিক হয়েছে, অথচ নিরীহ মানুষ তাদের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান জানান, লিবিয়ায় দুই যুবকের হত্যার খবর পেয়েছেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবার থেকে অভিযোগ দিলে দালালচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

টি-২০তে হোয়াইটওয়াশ হয়ে ক্যারিবীয় সফর শেষ বাংলাদেশের

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে সফর করছে বাংলাদেশের মেয়েরা। এই সফরে ২-১...

এই বিভাগের অন্যান্য সংবাদ