spot_img

যাচ্ছেন না রোহিত, বাতিল চ্যাম্পিয়নস ট্রফির ‘ক্যাপ্টেনস ডে’র অনুষ্ঠান

অবশ্যই পরুন

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে ‘ক্যাপ্টেনস ডে’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেটপাকিস্তান এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়মানুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দলের অধিনায়করা ট্রফির সঙ্গে ফটোসেশন করেন এবং সংবাদ সম্মেলনে অংশ নেন। সাধারণত আয়োজক দেশেই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে সেই প্রচলন থাকছে না। ভারত অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকায় এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

এদিকে, টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ নিয়ে দীর্ঘ আলোচনা ও জটিলতার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রস্তাবিত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের দেয়া শর্ত অনুযায়ী, আগামী তিন বছর আইসিসির ইভেন্টগুলোতে ভারত ও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আয়োজক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি, নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

বাংলাদেশ তাদের চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করবে ২০ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে। ৮ দলের এই টুর্নামেন্টে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজক পাকিস্তানের তিনটি মাঠের পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে দুবাই।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই আসরে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের।...

এই বিভাগের অন্যান্য সংবাদ