spot_img

সেপ্টেম্বরে আসছে রাশিয়ার তৈরি ক্যানসারের টিকা

অবশ্যই পরুন

চলতি বছরের সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে ক্যানসারের প্রথম টিকা। রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই টিকার অনুমোদনের বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে আবেদন করা হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক আলেক্সান্দার গিন্টসবার্গ সোমবার (২৭ জানুয়ারি) রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। খবর আরটির।

গিন্টসবার্গ জানান, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। সম্ভবত আগস্টের মধ্যেই অনুমোদন মিলবে, আর সেপ্টেম্বরে চিকিৎসাক্ষেত্রে এই টিকা ব্যবহার শুরু করা সম্ভব হবে।”

এই টিকাটি প্রস্তুত করা হয়েছে এমআরএনএ প্রযুক্তিতে, যা রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত এবং ধ্বংস করতে প্রশিক্ষিত করে। যাদের শরীরে ইতোমধ্যে ক্যানসার ধরা পড়েছে, তাদের চিকিৎসায় এটি কার্যকর হবে। বিশেষত প্রাথমিক পর্যায়ের ক্যানসারে টিকাটি সবচেয়ে বেশি কার্যকর, তবে মধ্যম পর্যায়ের রোগীরাও উপকৃত হবেন বলে জানিয়েছেন গিন্টসবার্গ।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ এবং প্রতি বছর নতুন করে আক্রান্ত হন ৬ লাখ ২৫ হাজার মানুষ। এই পরিস্থিতিতে গামালিয়ার তৈরি টিকাটি ক্যানসার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট ইতিপূর্বে বিশ্বের প্রথম করোনা টিকা স্পুটনিক-৫ তৈরি করেছিল। সেই টিকা রাশিয়ার পাশাপাশি ৫৫টিরও বেশি দেশে ব্যবহৃত হয়েছে। নতুন এই ক্যানসার টিকাটিও চিকিৎসাক্ষেত্রে গামালিয়ার সক্ষমতা ও উদ্ভাবনী ক্ষমতার আরেকটি প্রমাণ হতে পারে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ