spot_img

জরিমানা ছাড়াই বিআরটিএর সেবা নবায়নের সময় বৃদ্ধি

অবশ্যই পরুন

গাড়ির ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্সসহ মোটরযানের মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র জরিমানা ছাড়াই নবায়নের সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গ্রাহকরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়া এসব কাগজপত্র নবায়নের সুযোগ পাবেন।

রোববার (২৬ জানুয়ারি) বিআরটিএর সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মূল কর ও ফি জমা দিয়ে সব প্রকার মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার এ সময়সীমা জনস্বার্থে শেষবারের মতো বৃদ্ধি করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে একাধিকবার নবায়নের সময়সীমা বাড়ানো হলেও এটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ঘোষণা করেছে বিআরটিএ।

সর্বশেষ সংবাদ

ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে আইন সংশোধনের উদ্যোগ: আসিফ নজরুল

ধর্ষণ মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার আইনগত পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ধর্ষণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ