spot_img

‘প্ল্যানেট প্যারেড’: দেশের আকাশে এক সারিতে চার গ্রহ

অবশ্যই পরুন

পৃথিবীর আকাশে একসঙ্গে চারটি গ্রহের দৃশ্য দেখা গেছে। শুক্র, বৃহস্পতি, শনি এবং মঙ্গলগ্রহের এই ‘প্ল্যানেট প্যারেড’ জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) এই অসাধারণ দৃশ্য অবলোকনের ব্যবস্থা করে।

গত শনিবার (২৫ জানুয়ারি) ঢাকার কলাবাগানে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ‘প্ল্যানেট প্যারেড’ পর্যবেক্ষণের। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রায় একশত আগ্রহী ব্যক্তি টেলিস্কোপের মাধ্যমে গ্রহগুলো পর্যবেক্ষণ করেন।

আকাশে প্রথম দেখা দেয় শুক্রগ্রহ, যা সন্ধ্যা তারার মতো পশ্চিম দিগন্তে জ্বলজ্বল করে। এরপর ক্রমে বৃহস্পতিকে দেখা যায় মাথার ওপরে। শুক্রের নিচে শনিগ্রহ এবং পূর্ব-উত্তর প্রান্তে পরে দেখা মেলে মঙ্গলগ্রহের।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মশহুরুল আমিন বলেন, “গ্রহগুলো একই কক্ষপথে আবর্তনের ফলে মাঝেমধ্যে এমন সারিবদ্ধ অবস্থান তৈরি হয়। এটি আকাশের একটি সাধারণ অথচ মজাদার ঘটনা। জ্যোতির্বিজ্ঞানীরা মজা করে একে ‘প্ল্যানেট প্যারেড’ বলে থাকেন। ফেব্রুয়ারি মাস জুড়েই এই দৃশ্য দেখা যাবে।”

এই বিরল মহাজাগতিক দৃশ্য সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে এ ধরনের আয়োজনের জন্য অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানান।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের

বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ