spot_img

আল-হিলাল ছাড়ছেন নেইমার!

অবশ্যই পরুন

আল-হিলালে যোগ দেয়ার পর থেকে সময় ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি। চোটের কারণে লম্বা সময়ই ছিলেন মাঠের বাইরে। এক বছরের বেশি সময়ে খেলেছেন মাত্র সাতটি ম্যাচ। ইনজুরির ধকল সামলিয়ে ক্যারিয়ারে নিজের সেরাটা দিতে পারছেন না নেইমার।

আগামী জুনে আল-হিলালের সাথে চুক্তির মেয়াদ ফুরাবে জুনিয়রের। এর আগেই ক্লাব বদলের গুঞ্জন উঠেছে ফুটবল দুনিয়ায়। ৩২ বছর বয়সী এই তারকা খেলোয়াড় জুলাইয়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যাবার আলাপটাও সরব। কোন দিকে যাবেন নেইমার তা দেখার অপেক্ষায়।

এর আগে গুঞ্জন উঠেছিল মেসির মায়ামিতে দেখা যাবে সাবেক সতীর্থ নেইমারকে। লুইস সুয়ারেজদের সাথে আবারো মাঠে নামতে পারে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে মেজর লিগ সকারের (এমএলএস) আর্থিক নীতিমালার কারণে তা আর হয়ে উঠছে না। মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানোও একথা জানান, ওই জটিল পক্রিয়ার কারণে সাবেক সতীর্থদের সাথে আর দেখা হওয়ার সম্ভাবনা নেই। এর পরও এমএলএসের একাধিক ক্লাব নেইমারকে পেতে মাঠে সরব রয়েছে।

এদিকে নেইমারকে আবারো মাঠে পেতে মরিয়া তার শৈশবের ক্লাব। বিশ্ব ফুটবলে দ্যুতি ছড়ানো এই তারকা কি শেষ পর্যন্ত নিজের পুরোনো ঠিকানায় ফিরে যাবেন? এমন প্রশ্ন এখন ফুটবলপ্রেমিদের। কিন্তু নেইমারেরও শৈশবের ক্লাবে ফিরে যাবার ইচ্ছে রয়েছে। হয়তো তিনি সান্তোসেই ফিরে যাবেন। এর মধ্যেও বিভিন্ন দাবিতে আল-হিলালের সাথে চলছে আলোচনা।

চলতি মৌসুম শেষে আল-হিলাল তাকে অন্য কোথাও বেচে দিতে চাইলেও ব্রাজিল তারকা তার আগেই ধারে অন্য ক্লাবে যোগ দিতে চান। এমন হলে আল-হিলালের বড় একটা অর্থ খরচের মুখে পড়তে হবে।

আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ সম্প্রতি নেইমার তার ক্লাব ছাড়া নিয়ে বিভিন্ন বিষয়ে হিলালের সাথে আলোচনা করছেন। এক্ষেত্রে বাধা হচ্ছে বড় অঙ্কের চাহিদা। সৌদি ক্লাবটি নেইমারকে ছাড়তে হলে মানতে হবে নানান শর্ত। ফলে চুক্তি শেষ হওয়ার আগেই তাকে ছাড়তে হলে পড়তে হবে নতুন জটিলতায়।

নেইমারকে ছাড়ার বিষয়ে কোচ জর্জ জেসুসের বলেছেন, ‘সৌদির প্রো লিগ বিশ্বের অন্যতম সেরা একটি লিগ। আমরা যেভাবে মাঠের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আগের মতো ফিট নেই। তার ইনজুরির কারণে ওই পর্যায়ে খেলতে পারেন না।’

এদিকে গ্লোব জানিয়েছে, ‘নেইমার সান্তোসে ফেরার বিষয়ে ভালোই আশাবাদী। চলতি সপ্তাহের মধ্যে আল-হিলালের সাথে নেইমারের চুক্তি বাতিল হতে পারে। তবে চুক্তি বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন হলেও তা সহজেই শেষ হচ্ছে না। আল-হিলালের কাছে এখনো সাড়ে ছয় কোটি ডলার পাওনা আছে নেইমার। ক্লাব ছাড়ার ইচ্ছে থাকলেও তার পাওনা ছাড়তে ইচ্ছুক নয় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।’

সান্তোসে নেইমারের ফেরা নিয়ে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বলেন, ‘নেইমারের জন্য সান্তোস একদম ঠিক জায়গা। এটাই তার পুরোনো ঘর। ব্রাজিলের জন্য নেইমারের মতো একজন খেলোয়াড় থাকা আন্দন্দের ব্যাপার। আমরাও চাই সে ঘরে ফিরে আসুক।’

সর্বশেষ সংবাদ

শেবাগ-আরতির ২১ বছরের সংসার তবে ভেঙেই যাচ্ছে?

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ ও আরতি আহলাওয়াতের দাম্পত্যের জীবন ২১ বছরের। এই জুটি ভেঙে যাওয়ার গুঞ্জন চলছে। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ