spot_img

যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগে আগ্রহী সৌদি যুবরাজ

অবশ্যই পরুন

সৌদি আরব আগামী চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগকে কমপক্ষে ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশী রাষ্ট্রনায়ক হিসেবে বুধবার রাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনালাপ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ফোনালাপেই বিনিয়োগের বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন সৌদি যুবরাজ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সৌদি প্রেস অ্যাজেন্সি।

তবে প্রতিবেদনে পরিকল্পিত বিনিয়োগের কোনো বিবরণ উল্লেখ করা হয়নি।

দুই নেতা সন্ত্রাসবাদ মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে তাদের দেশের মধ্যে সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্র সৌদি আরব। ট্রাম্প তার প্রথম দফার শাসনামলে সৌদি আরবকে তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন।

প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। সৌদি সরকার ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল।
সূত্র : আরব নিউজ ও অন্যান্য

সর্বশেষ সংবাদ

মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে ‘তরমুজ‘ গুপ্তচররা

গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের হয়ে কর্মরত গুপ্তচররা এককালে দুর্ধর্ষ বলে পরিচিত মিয়ানমার সেনাবাহিনীতে ফাঁটল ধরাচ্ছে বলে বিবিসি জানতে পেরেছে। মিয়ানমারের মাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ