spot_img

ফিলিস্তিনি সাবেক এমপির বর্ণনায় ইসরাইলি কারাগারের অমানবিক পরিস্থিতি

অবশ্যই পরুন

প্রথম বন্দী বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি রাজনীতিবিদ, মানবাধিকার ও নারীবাদী কর্মী খালিদা জারার। আল জাজিরা আরবিকে দেয়া একটি সাক্ষাৎকারে কারাগারের অমানবিক পরিস্থিতির বর্ণনা করেছেন তিনি।

ফিলিস্তিনের মুক্তির আন্দোলনের বামপন্থী জনপ্রিয় ফ্রন্টের একজন নেতা খালিদা জারার। তিনি অধিকৃত পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা। এছাড়া একসময় ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্যও ছিলেন তিনি।

তিনি ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে ইসরাইলি কারাগারে বন্দী ছিলেন। গত আগস্টে তাকে ইসরাইলের রামলা কারাগারে নির্জন কারাবাসে স্থানান্তরিত করা হয়েছিল।

খালিদা জারার জানান, সেখানে তাকে সাড়ে ছয় ফুট দৈর্ঘ্যের ও পাঁচ ফুট প্রস্থের একটি কক্ষে রাখা হয়েছিল। কক্ষটি এতই সঙ্কুচিত যে ভেতরে বায়ু চলাচল ছিল না, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাত। পানির সংযোগ বিচ্ছিন্ন করা ছিল।

সাক্ষাৎকারে তিনি গার্ডদের আচরণকে কঠোর বলে বর্ণনা করে বলেছিলেন, প্রথম সপ্তাহে তার খাবার ‘ইচ্ছাকৃতভাবে বিলম্বিত’ হওয়ার সময় তাকে সেলের বাইরে যেতে দেয়া হয়নি।
সূত্র : আল জাজিরা ও অন্যান্য

সর্বশেষ সংবাদ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ