spot_img

রাজশাহীর দল গঠন নিয়ে প্রশ্ন তুললেন অধিনায়ক তাসকিন

অবশ্যই পরুন

বিপিএলে বিগত কিছু মৌসুমে ছিল না রাজশাহী ফ্রাঞ্চাজি। আলোচনার জন্ম দিয়ে এবারের আসরে তারা ফিরলেও সমালোচনা পিছু ছাড়ছে না তাদের। মাঠের ক্রিকেটেও ভালো নেই তারা। বদল এনেছে নেতৃত্বেও। তবে বদলায়নি ভাগ্য।

এমতাবস্থায় এবার দল গঠন নিয়েই প্রশ্ন তুলেছেন নতুন অধিনায়ক তাসকিন আহমেদ। দাবি করলেন, বলার মতো ক্রিকেটার নেই রাজশাহী শিবিরে। সেই সাথে সময় খারাপ যাচ্ছে বলেও জানান তিনি।

সোমবার রাতে রাজশাহী মুখোমুখি হয় চট্টগ্রাম কিংসের। তবে অভিজ্ঞতা ভালো নয়, ১১১ রানের বিশাল ব্যবধানে হেরে যায় তারা। ১৯১ রান তাড়া করতে নেমে গুটিয়ে যায় মাত্র ৮০ রানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দলের বাস্তবতা তুলে ধরেন তাসকিন। প্রশ্ন তুলেন দল গঠনের প্রক্রিয়া নিয়েও। রাজশাহীর অধিনায়ক বলেন, ‘আসলে দেখেন আমি কোনো প্লেয়ারকেই ছোট করতে চাই না। তবে অন্য দলের তুলনায় আমরা একটু দুর্বল দল।’

তাসকিন বলেন, ‘দেশী তিন থেকে চারজন ভালো আছে। বিদেশী রায়ান বার্ল বা হারিস ছাড়া তেমন কেউ বড় নাম নাই। আগে যোগাযোগ করেনি এখনো পাচ্ছে না হয়ত। দল যারা করেছে শুরুতে হয়ত তাদের ভুল ছিল, একইসাথে দুই-তিনটা লিগ চলছে।’

রাজশাহীর নতুন অধিনায়ক এই প্রসঙ্গে আরো বলেন, ‘আমাদের দলটা একটু দুর্বল। কোয়ালিটিফুল প্লেয়ারের অভাব আছে। যারা আছে তারাও ভালো। তুলনামূলক একটু দুর্বল। এর মধ্যে খারাপ দিন গেলে তো বুঝেনই!’

দলের মাঝে দূর্বলতা থাকলেও সেরাটাই দিতে চান তাসকিন। যদিও নয় ম্যাচে মাত্র তিন জয় নিয়ে চাপে তারা, তবে বাকি তিন ম্যাচে কমপক্ষে দু’টি জিতে প্লে অফ নিশ্চিত করতে চান রাজশাহীর অধিনায়ক। সেই সাথে ভালো দিনের আশায় আছেন তিনি।

তাসকিন বলেন, ‘৩ ম্যাচ বাকি আছে ২ ম্যাচ জিতলেও চান্স আছে। প্রসেসে থেকে সেরা চেষ্টা করা ছাড়া আর কিছু করার নেই। বেশ কিছু ম্যাচই কিন্তু আমরা হেরেছি বাজেভাবে। গত ৩ বছর ধরেই আমার অভিজ্ঞতা হচ্ছে। আশা করছি, সামনে ভালো দিন আসবে।’

সর্বশেষ সংবাদ

তথ্য উপদেষ্টার সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলামের সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ