spot_img

রাজনীতিতে স্লোগান নয়, মেধা-বুদ্ধির প্রতিযোগিতা চলছে : মির্জা ফখরুল

অবশ্যই পরুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন রাজনীতিতে যে প্রতিযোগিতা চলছে, এটা কিন্তু স্লোগান দেয়ার প্রতিযোগিতা নয়। এখন কিন্তু মেধা এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশাল মিডিয়াতে কে কেমন লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। এ বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। শুধু স্লোগান দিয়ে সামনের যুদ্ধে জয় করতে পারব না।

সোমবার গুলশান কার্যালয়ে বিএনপি’র ‘প্রাথমিক সদস্য পদ নবায়ণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, যারা সদস্য ছিলেন তাদের পদই নবায়ণ হবে। এ বইগুলো জেলা, উপজেলায়, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে যাবে। এ ক্ষেত্রে আমাদের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদককে এই কাজ নিশ্চিত করতে হবে। এটি যদি করা যায়, আমরা এক মাসের মধ্যে তৃণমূলে পৌঁছে যেতে পারবো।

তিনি বলেন, এক্ষেত্রে সদস্যদের জানাতে হবে, আপনার সদস্যপদ নবায়ণ হচ্ছে, যদি তিনি না জানেন, তবে তিনি আগ্রহ হারাবেন।

এক্ষেত্রে অভিজ্ঞতা শেয়ার করে মির্জা ফখরুল বলেন, অতীতে যেটা হয়েছে, বিশেষ করে আমাদের যারা এমপি পদপ্রার্থী, তারা সবগুলো কিনে নিয়ে চলে গেছেন। এই জিনিসটা খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। এটা যেন সাংগঠনিকভাবেই যায়, যারা এমপি পদপ্রার্থী তারা যেন আবার না নিয়ে চলে যায়।

অনুভব করে মির্জা ফখরুল বলেন, আমাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতাকর্মীরা কেন জানি না? রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন।

গতকাল জিয়ার মাজারে কিছু কিছু কর্মীর স্লোগানের সমালোচনা করে তিনি বলেন, এটা রাজনীতি না। কোনো রাজনীতি কর্মীর মুখ থেকে এ ধরনের স্লোগান আসা উচিত নয়। এটা রাজনীতির কত বড় দেউলিয়াপনা হতে পারে সেটা এখান থেকে বুঝা যায়। এ জায়গাটাতে আমাদের একটা দৈন্য আছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্যোগ নিবে বলে বিশ্বাস করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ খুব জরুরি করতে হবে। কিভাবে বক্তৃতা করতে হবে, কিভাবে একটা সভা চলে, কিভাবে উপস্থাপনা করবেন, এড্রেস কিভাবে করবেন? এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজন, যেটা আমার কাছে মনে হয়।

বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার অর্থে আমাদের একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার। একটি পলিটিকাল পার্টি তৈরি করা দরকার। আমাদের এখন সত্যিকার অর্থেই একটি আদর্শিক রাজনৈতিক দলে পরিণত হতে হবে।

তিনি বলেন, এখন রাজনীতিতে যে প্রতিযোগিতা চলছে, এটা কিন্তু স্লোগান দেয়ার প্রতিযোগিতা নয়। এখন কিন্তু মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা। সোশাল মিডিয়াতে কে-কেমন লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। এ বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। শুধু স্লোগান দিয়ে সামনের যুদ্ধে জয়ী হতে পারব না।

তিনি বলেন, সামনে যখন আমরা রিক্রুট করব দলে, তখন যেন ভালো, মেধাবী মানুষদের সদস্য করি, যাতে দল সামনে আরো শক্তিশালী হয়।

সর্বশেষ সংবাদ

ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

খাদ্য মন্ত্রণালয়েরর পাশাপাশি এখন থেকে ভূমি মন্ত্রণালয়ও সামলাবেন আলী ইমাম মজুমদার। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ভূমি উপদেষ্টার দায়িত্ব পালন...

এই বিভাগের অন্যান্য সংবাদ