spot_img

অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে। এসময় তিনি বলেন, জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এ কথা জানান তিনি।

তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও তিনি এর পাশাপাশি জানান, জনগণ যদি মনে করে সংস্কার প্রয়োজন নেই তাহলে যেকোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যাবে বলেও উল্লেখ করেন। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা এদিন সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করার সময় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন চিকিৎসা ব্যবস্থা। এসময় তিনি রোগী ও স্বজনদের সাথেও কথা বলেন। এসময় বিগত সময়ে নেয়া নানা প্রকল্পের সমালোচনা করেন তিনি।

সর্বশেষ সংবাদ

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের স্কোয়াড

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ইতোমধ্যেই অংশগ্রহণকারী ৭টি দল তাদের স্কোয়াড...

এই বিভাগের অন্যান্য সংবাদ