ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হচ্ছে। চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েল ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। ইসরায়েলের বিচার মন্ত্রণালয় বন্দিদের একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে।
বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “সরকার কারাগার বিভাগের হেফাজতে থাকা ৭৩৭ জন বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শনিবার ভোরে মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। এতে কয়েকদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। বন্দিদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে, যাদের মুক্তি রোববার বিকেল ৪টার পর থেকে কার্যকর হবে।
ইসরায়েল এর আগে গাজায় ইসরায়েলি বন্দিদের বিনিময়ে মুক্তির জন্য ৯৫ জন ফিলিস্তিনি বন্দির তালিকা প্রকাশ করেছিল, যাদের বেশিরভাগই নারী। নতুন তালিকায় ফাতাহ পার্টির সশস্ত্র শাখার প্রধান জাকারিয়া জুবাইদি এবং বামপন্থী ফিলিস্তিনি আইনপ্রণেতা খালিদা জারারের নামও রয়েছে।
জুবাইদি ২০২১ সালে ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে পালিয়ে যান, যা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযানের কারণ হয়েছিল। জারার পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের (PFLP) সদস্য, যা ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে।
হামাস-ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের মধ্যে তিনজন ইসরায়েলি নারী সেনা রয়েছে। প্রথম ধাপে মুক্তি পাওয়া ৩৩ জন জিম্মির তালিকায় এদের নাম রয়েছে।
ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র নোগা কাটজ জানিয়েছেন, প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সংখ্যা হামাস কর্তৃক মুক্তি পাওয়া জীবিত জিম্মিদের সংখ্যার ওপর নির্ভর করবে।
সূত্র: এএফপি