নিজ বাড়িতে ছয়বার ছুরিকাঘাতের শিকার বলিউড অভিনেতা সাইফ আলি খান। এই মুহূর্তে তিনি রয়েছেন মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে। এ হামলার তদন্তে থাকা পুলিশ বলছে, এক কোটি টাকা দাবিই ছিল হামলাকারীর উদ্দেশ্য। তবে এ হামলায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর সংযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাইফ আলি খানের ওপর জঘন্য আক্রমণের খবরে বিজেপি সরকারের সমালোচনা করেছেন।
সংবাদমাধ্যমে তিনি বলেন, বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গুজরাটের জেলে বসে থাকা একজন গ্যাংস্টার, যিনি নির্ভয়ে কাজ করছে। মনে হচ্ছে তাকে রক্ষা করা হচ্ছে।
অরবিন্দ আরও বলেন, বিষ্ণোই গ্যাং গত বছর সালমান খানের বাসভবনে হামলা করেন। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিককে হত্যায় যুক্ত ছিলেন ওই গ্যাং। তাই সাইফ হামলার বিষয়টি ‘গুরুতর’।
যদি বড় তারকাদের নিরাপত্তা না দেয়া যায় তবে মুম্বাইয়ের সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়, এমন প্রশ্নও তোলেন অরবিন্দ। তবে শিবসেনা এবং কংগ্রেস নেতারা সাইফের ওপর হামলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে দায়ী করেছেন।
এদিকে নিজ বাড়িতে হামলার শিকার সাইফের বাড়িতে তদন্তের জন্য যান এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়েক। তার রিপোর্টে নব্বই দশকের গ্যাংস্টারদের গুলির উল্লেখ রয়েছে। তাই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় সাইফ আলি খান রয়েছেন কিনা তা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছেন মুম্বাই পুলিশ।
২৬ বছর আগে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ, তিনটি চিঙ্কারা শিকার করেন বলিউড অভিনেতা সালমান খান।
কিন্তু বিষ্ণোই সম্প্রদায়ের ধর্মে প্রাণি হত্যা নিষিদ্ধ। তাই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া মেনে নেননি গ্যাংস্টার লরেন্স ও তার দলবল। আজও সালমান তাদের কাছ থেকে হত্যার হুমকি পেয়ে আসছেন। সালমানের কাছের মানুষ হওয়াতেই মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিক খুন হন, প্রকাশ্যে এমন বিবৃতি দেন গ্যাংস্টার লরেন্স। তাদের দল আরও জানায়, সালমানের ঘনিষ্টজনের কেউই নিস্তার পাবেন না। আর সে বিষয়টিতেই জোর দিচ্ছেন তদন্ত কমিটি।
কেননা কৃষ্ণসার হরিণ, চিঙ্কারা শিকারের সময় সালমান খানের সঙ্গে ছিলেন সাইফ আলি খান। আরও সঙ্গে ছিলেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও তাবু। শিকারের সময়ই শুধু নয়, এ শিকারের অভিযোগে চারটি মামলার রায়ে যখন সালমান নির্দোষ প্রমাণিত হন সেদিনও আদালতে হাজির ছিলেন সাইফ আলি খান, সোনালী বেন্দ্রে ও তাবু। তাই নিজ বাড়িতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার সাইফকে নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে রাজনীতিবিদদেরও। এরইমধ্যে ভারত সরকার নিরাপত্তা জোরদার করেছে খান পরিবারের।
বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলা করেছিলেন যে যুবক, তার ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ‘সৎগুরু শরণ’-এর সাত তলার সিসি ক্যামেরায় অভিযুক্ত যুবককে দেখা গেছে। এখনও তার পরিচয় জানা যায়নি, পুলিশ তাকে খুঁজছে।
ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবক সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সিসিটিভির দিকে তাকাচ্ছিলেন। এ সময় তার কাঁধে ছিল ব্যাগ। এই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ইতোমধ্যে সাত সদস্যের দলও গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টা নাগাদ নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হন সাইফ। হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে ছয়বার কোপান অভিনেতাকে। হামলার শিকার সাইফকে দ্রুত ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফ এ মুহূর্তে আইসিইউতে রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।