মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক স্পর্শ করল ভারত।
বৃহস্পতিবার দেশটি সফলভাবে স্পেস ডকিং প্রযুক্তিতে সাফল্য অর্জন করেছে। বিশ্বের মাত্র চতুর্থ দেশ হিসেবে ভারত এই কৃতিত্ব অর্জন করল।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, ‘টার্গেট’ এবং ‘চেজার’ নামের দু’টি উপগ্রহ পরস্পরের সাথে সফলভাবে সংযুক্ত হয়েছে। এই উপগ্রহ দু’টি বৃহৎ আকৃতির রেফ্রিজারেটরের সমান। এই সাফল্য ভারতের জন্য ব্যাপক তাৎপর্যপূর্ণ। উপগ্রহ সার্ভিসিং, মহাকাশ কেন্দ্র পরিচালনা এবং আন্ত:গ্রহ অভিযানের জন্য এই প্রযুক্তি অত্যাবশ্যক। এই সাফল্যের ফলে ৪০ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক মহাকাশ বাজারে ভারতের অবস্থান আরো সুদৃঢ় হবে।
জ্যোতির্পদার্থবিদ জয়ন্ত মূর্তি বলেছেন, ‘ভারতের অনেক উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ মিশন রয়েছে। এই লক্ষ্য অর্জনে স্পেস ডকিং প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘মহাকাশ কেন্দ্র নির্মাণের মতো মিশনের জন্য মহাকাশে অ্যাসেম্বলি প্রয়োজন, যা স্পেস ডকিং ছাড়া সম্ভব নয়।’
ইসরো জানিয়েছে, ডকিং পরীক্ষায় অংশগ্রহণকারী উপগ্রহ দু’টি এখন একক বস্তু হিসেবে নিয়ন্ত্রিত হবে। আগামী কয়েকদিন বিদ্যুৎ স্থানান্তর সম্ভব কি না পরীক্ষা করা হবে। এই প্রযুক্তি দীর্ঘ মহাকাশ অভিযানে খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সাফল্যকে ‘ভারতের ভবিষ্যৎ মহাকাশ অভিযানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
সূত্র : ভিওএ