spot_img

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

অবশ্যই পরুন

সবধরনের ঋণ পরিশোধের সময়সীমা ৩০ বছর পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আলোচনাসহ রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ চীনের সহায়তা চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ।

সমঝোতা স্মারক নবায়ন ও দেশের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেয়ার কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, তিস্তা নিয়ে আলোচনা করা হবে এই সফরে। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার গুরুত্বই সমান, প্রত্যেকের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে।

সীমান্তে কাঁটাতারের বিষয়ে উপদেষ্টা বলেন, এমন ঘটনা এর আগেও ঘটেছে। আর প্রতিবার এর বিষয়ে আলোচনা হয়েছে। ক্ষেত্র বিশেষে কিছু জায়গায় ছাড় দেওয়া যেতে পারে কিন্তু তা অবশ্যই আলোচনার মাধ্যমে।

সর্বশেষ সংবাদ

ইরানের নৌবহরে যুক্ত হলো অত্যাধুনিক যুদ্ধজাহাজ

ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে নতুন অত্যাধুনিক যুদ্ধজাহাজ জাগরোস। এর ফলে নৌ মিশনগুলোতে মৌলিক পরিবর্তনের সূচনা হবে বলে দাবি কর্মকর্তাদের।...

এই বিভাগের অন্যান্য সংবাদ