spot_img

আফগান সরকারকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

অবশ্যই পরুন

শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই তালেবান সরকারকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মূলত আফগান নারী ও মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করায় তিনি এ আহ্বান জানান। খবর ডন

রোববার (১২ জানুয়ারি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মধ্যে মেয়েদের শিক্ষার বিষয়ে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে মালালা বলেন, তালেবানকে বৈধতা দেবেন না। মুসলিম নেতা হিসেবে আওয়াজ উঁচু করার সময় এসেছে আপনাদের, নিজের ক্ষমতাকে ব্যবহার করুন। সত্যিকারের নেতৃত্ব দেখান। সত্যিকারের ইসলাম দেখান।’

ওয়ার্ল্ড মুসলিম লিগের আয়োজনে দুই দিনের এই সম্মেলনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশের ডজনখানেক মন্ত্রী ও শিক্ষা কর্মকর্তারা অংশ নিয়েছেন।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে তারা একটি কঠোর ইসলামি আইন বাস্তবায়ন করছে। এই আইনটিকে জাতিসংঘ ‘লিঙ্গবৈষম্য’ হিসেবে আখ্যায়িত করেছে। এই আইনের মাধ্যমে আফগান মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং সরকারি চাকরি ও জনজীবনের বিভিন্ন দিক থেকে তাদের দূরে সরিয়ে রাখা হয়েছে।

সম্মেলনে মালালা বলেন, ‘তালেবান নারীদের মানুষ হিসেবেই গণ্য করে না। তারা তাদের অপরাধকে সাংস্কৃতিক এবং ধর্মীয় যুক্তিতে আড়াল করার চেষ্টা করে।’

প্রসঙ্গত, মেয়েদের শিক্ষা নিয়ে প্রচারণা চালানোর জন্য ২০১২ সালে পাকিস্তানে ১৫ বছর বয়সী মালালাকে গুলি করেছিল পাকিস্তানি তালেবানেরা। পরে এক দীর্ঘ প্রচেষ্টা ও চিকিৎসার মধ্য দিয়ে প্রাণে বেঁচে যান তিনি। এই সংগ্রামের জন্য ২০১৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। এরপর থেকে মেয়েদের শিক্ষার জন্য হয়ে উঠেছেন একটি বৈশ্বিক কণ্ঠস্বর।

সর্বশেষ সংবাদ

শুধু এমবাপ্পেই খেলেছে: আনচেলত্তি

একমাত্র কিলিয়ান এমবাপ্পেই রিয়াল মাদ্রিদের হয়ে বার্সেলোনার বিরুদ্ধে ভালো খেলেছে বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। গতকাল...

এই বিভাগের অন্যান্য সংবাদ