spot_img

শনিবার স্কুল খুলে দেওয়ার ব্যাপারে যা জানা গেল

অবশ্যই পরুন

সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে একটি ভুয়া তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। ওই তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং সাপ্তাহিক ছুটি হবে শুধুমাত্র শুক্রবার।

ফ্যাক্টচেকের পর নিশ্চিত করা হয়েছে, এই দাবিটি সঠিক নয়। বুম বাংলাদেশ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারই বহাল থাকছে।

এর আগে, ২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা ২৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির এই তালিকায় শুক্র ও শনিবার দুদিনই সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে।

রহিমা আক্তার বলেন, ‘শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন পূর্বে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এ ছুটির বাইরে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।’ শিক্ষাপঞ্জির এই তথ্যই সঠিক বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

নতুন এইচএমপি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি

বাংলাদেশে এক রোগীর শরীরে এইচএমপি ভাইরাস শনাক্ত হওয়ার খবর দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ