তিন দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) সকালে প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
পিলখানা হত্যাকাণ্ড সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত, চাকুরিচ্যুত বিডিআরদের চাকরিতে পুনর্বহাল এবং প্রজ্ঞাপনে উল্লেখিত ২-এর (ঙ) ধারা বাদ দেয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন মানববন্ধনকারীরা।
মানববন্ধন কর্মসূচিতে বিডিআর কল্যাণ পরিষদের বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্র করে মেধাবী ৫৭ জন অফিসারকে হত্যা করেছে। বিচারের নামে প্রহসনের মাধ্যমে নির্দোষ বিডিআর জোয়ানদের জেল হাজতে পাঠিয়েছে। সাজা না হওয়ার পরও অনেকে এখনো জেলে রয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দাবি এবং নির্দোষ জেল হওয়া বিডিআরদের মুক্তি দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড ঘটনায় বিডিআর জোয়ানদের অনেক পরিবার এখন সর্বস্বান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তদন্ত সাপেক্ষে বিডিআর জোয়ানদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়। পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতাসহ প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে বিডিআর সদস্যদের পরিবারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।