অকল্যান্ডে এএসবি ক্লাসিকে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছেন গেইল মনফিলস। এটিপি ট্যুরে একক খেতাব জেতা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তিনি।
এই শিরোপা জয়ের সময় তার বয়স ছিল ৩৮ বছর চার মাস। এই রেকর্ডের আগের মালিক ছিলেন সুইজারল্যান্ডের গ্রেট রজার ফেদেরার। তিনি ২০১৯ সালে বাসেল শিরোপা জিতেছিলেন ৩৮ বছর দু’মাস বয়সে।
ফ্রান্সের এই টেনিস তারকা ফাইনালে ৬-৩ ও ৬-৪ হারিয়ে দেন বেলজিয়ামের জিজু বার্গসকে। এটি তার তার ১৩তম ট্যুর-লেভেল শিরোপা। ১৯৭৭ সালে হংকংয়ে ৪৩ বছর বয়সী কেন রোজওয়ালের জয়ের পর থেকে ট্যুর-লেভেল খেতাব জেতার সবচেয়ে বয়স্ক ব্যক্তি এখন মনফিলস।