চট্টগ্রামের ফেনীতে কক্সবাজার থেকে ফেনীগামী একটি বাসে তল্লাশি চালিয়ে শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে সমন্বয়করা।
আজ শনিবার তাদের আদালতে তোলা হবে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় ফেনীর মহিপালে এ ঘটনা ঘটে।
আটক রোহিঙ্গারা হলেন কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্প-০৫-এর ব্লক-বি-২ আব্দুল্লাহর ছেলে মো: সৈয়দ নুর, ক্যাম্প-১৪-এর ব্লক-ডি-২ সহিদুলের ছেলে মো: ওমর ফারুক, ক্যাম্প-০৫-এর ব্লক-সি-৩ মো: কালামের ছেলে মো: রশিদ আহমেদ, ক্যাম্প-০৮ এর ব্লক-ডি-১১ মো: কালামের ছেলে মো: রফিক, ক্যাম্প-০৬ এর ব্লক-ডি-৩২ মো: আলমের ছেলে মো: ইউনুস এবং ক্যাম্প-৩ এর ব্লক-সি-৩০ আলমগীরের ছেলে মো: শহিদুল আমিন।
সূত্রে জানা গেছে, শুক্সবাজার থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের ফুলগাজীর শ্রীপুরের আবুল হাসনাত অন্তু, দিনার, সাইফুল, মেহেদী, বাশেদ ও নাফিসসহ কিছু যাত্রীকে রোহিঙ্গা সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হয়। অসংলগ্ন উত্তর দেয়ায় ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন সাকিলসহ কয়েকজন বাসটি মহিপালে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এতে বাস কর্তৃপক্ষের সাথে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে বাসটি মহিপাল আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আর্মি ক্যাম্পের কর্মকর্তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ শেষে ছয় রোহিঙ্গাকে পুলিশে হস্তান্তর করা হয়।
ফেনী পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গাদের আজ শনিবার আদালতে তোলা হবে।