spot_img

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়নি: নজরুল ইসলাম খান

অবশ্যই পরুন

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘জামায়াতও গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি। তারা তাদের মতো করে আন্দোলন করছে। কিন্তু যুগপৎ আন্দোলনে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছে। আমরা জোট ও সমমনা যারা আছে, তারা যুগপৎ আন্দোলনে আমাদের কর্মসূচি একসঙ্গে পালন করেছি।’

তিনি বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ করেছি। তার পরও যদি বলা হয় যে আপনি যদি বলেন যে, আপনি শুধু দেশপ্রেমিক আর আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক, তাহলে আমাকে বাদ দিলেন না আপনি? এটা তো কষ্ট লাগার কথা। আশা করব যে এ রকম কথা আর কেউ না বলুক।’

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি এক কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর...

এই বিভাগের অন্যান্য সংবাদ