spot_img

কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ ট্রাম্পের

অবশ্যই পরুন

কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি প্রকাশ করেন তিনি। বুধবার (৮ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’ এ নিয়ে খবর প্রকাশ করেছে।

ট্রুথ সোশ্যালে মানচিত্রের ছবি পোস্ট করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ওহ কানাডা’। এর আগে একাধিকবার কানাডাকে নতুন অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দেন ট্রাম্প।

ট্রাম্পের নতুন মানচিত্র প্রকাশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা শুরু হয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। অনেকে এ পোস্টকে হালকাভাবে ব্যাখ্যা করছেন। অনেকে এটিকে মার্কিন-কানাডা সম্পর্কে উত্তেজনা সৃষ্টির বিবৃতি হিসেবে দেখছেন।

এর আগে সোমবার (৬ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, ‘কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে। কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম অঙ্গরাজ্য হতে চায়। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এটা জানতেন। তাই তিনি পদত্যাগ করেছেন।’

এদিকে, কানাডাকে মার্কিন অঙ্গরাজ্য হওয়ার যে প্রস্তাব ট্রাম্প দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ‘কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না।’

সর্বশেষ সংবাদ

সেনাপ্রধানই হলেন লেবাননের নতুন প্রেসিডেন্ট

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট পদে শূন্যতার অবসান ঘটিয়ে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ