spot_img

ইজতেমা মাঠে নিহত: সাদপন্থি ২৫ জনের আগাম জামিন

অবশ্যই পরুন

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা সাদ অনুসারী প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৫ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) আইনজীবী মোহাম্মদ শাহীন হাওলাদার জামিন আবেদনের বিষয়টি গণমাধ্যমকে জানান।

গত ১৯ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়। মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম নামের এক ব্যক্তি।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন– সাদ অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

শ্রীলীলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কার্তিক

সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডের পর এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন কার্তিক আরিয়ান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ